ক্যাম্পাস

ইবির কেন্দ্রীয় মসজিদের ছবি যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে

কুষ্টিয়া শহর থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে মধুপুরের কিছুটা পরেই বিশ্ববিদ্যালয়ের সীমানা শুরু হয়। সীমানা থেকে আরও কয়েক মাইল দূর থেকে চোখে পড়ে সুউচ্চ একটি গম্বুজ। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মসজিদের গম্বুজ এটি। যা দেশের তৃতীয় বৃহত্তম ও ক্যাম্পাসভিত্তিক সর্ববৃহৎ মসজিদ।

ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি দর্শনার্থীরাও মসজিদটির প্রশংসায় পঞ্চমুখ। এবার সেই মসজিদের সম্মুখভাগের অংশের ছবি বাংলাদেশের আমেরিকান দূতাবাসের ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) ইউ এস অ্যাম্বাসি ঢাকার ভেরিফায়েড পেজ থেকে ছবিটি পোস্ট করা হয়। ছবিটি পোস্ট করার পরপরই দেশি-বিদেশি নাগরিকরা মসজিদটির প্রশংসা করেছেন। মন্তব্যের ঘরে তারা ছবিটির প্রশংসা করে বিভিন্ন মন্তব্য লিখেছেন।

ছবিটি পাঠিয়েছেন সোলাইমান চৌধুরী নামের ইবির এক শিক্ষার্থী।

পোস্টের ক্যাপশনে ছবির প্রেরককে ধন্যবাদ জানিয়ে জুম্মা মোবারকের শুভেচ্ছা জানানো হয়। ক্যাপশনে লেখা হয়, ‘সোলায়মান চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের এই সুন্দর ছবিটি শেয়ার করার জন্য। এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম মসজিদ।’

ইবির প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, ক্যাম্পাসে দুই দশমিক ২৫ হেক্টর জায়গাজুড়ে নির্মাণকাজ চলছে মসজিদটির। নিমার্ণকাজ শেষ হলে মসজিদটিতে একসঙ্গে নামাজ পড়তে পারবেন ১৭ হাজার মুসল্লি। চারতলা বিশিষ্ট বর্গাকৃতির মসজিদটি সিরামিক ও শ্বেতপাথরে নির্মিত। সূর্যের আলোয় দিনের বেলায় মসজিদটির গা থেকে যেন উজ্জ্বল আভা ছড়ায়।

আলী আরমান নামের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, কেন্দ্রীয় মসজিদ অত্যন্ত সুন্দর একটি স্থাপনা। মসজিদটি নিয়ে একটি বিদেশি রাষ্ট্রের দূতাবাসের এমন প্রশংসা আমাদের জন্য গর্বের। আমরা চাই দ্রুত মসজিদের পূর্ণাঙ্গ কাজ সম্পন্ন হোক।

রুমি নোমান/এসআর/এমএস