সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত বগুড়ার ধুনট উপজেলা পরিষদ চত্বরে আনসার সদস্য ও নৈশ প্রহরীর চোখ ফাঁকি দিয়ে সহকারী শিক্ষা কর্মকর্তার সরকারি বাসায় চুরি হয়েছে। সংঘবদ্ধ চোরেরা বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
ঈদের ছুটির পর মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে বাসায় ফিরে চুরি হওয়ার বিষয়টি টের পান ধুনট উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বিপ্লব কুমার দেবনাথ। এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে কোনো আসামির নাম উল্লেখ নেই।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাবতলী উপজেলার দেওনাই গ্রামের বিপ্লব কুমার দেবনাথ ধুনট উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা পদে চাকরি করেন। সেই সুবাদে তিনি পরিবার-পরিজন নিয়ে উপজেলা পরিষদ চত্বরে ‘খেয়া ভবন’ নামে সরকারি বাসায় (নিচতলা) বসবাস করেন। ঈদের ছুটি পেয়ে ১৮ এপ্রিল তিনি বাসায় তালা দিয়ে পরিবার নিয়ে গ্রামের বাড়ি যান।
পুরো উপজেলা পরিষদ চত্বর সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এছাড়া ওই বাসা সংলগ্ন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসায় সার্বক্ষণিক আনসার সদস্যরা পাহারায় থাকেন। বাসা এলাকায় থাকেন নৈশপ্রহরীও। তার পরও রাত কিংবা দিনের কোনো এক সময় জানালার লোহার রড কেটে ওই বাসার ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এরপর আলমারি ও ওয়ারড্রপের তালা ভেঙে নগদ ১ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালংকার, একটি ল্যাপটপ ও একটি সরকারি ট্যাবসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপরাধীদের শনাক্তকরণসহ চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
এফএ/এমএস