ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত স্পিডে গাড়ি চালানোর দায়ে ১০ মামলায় ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা থেকে ভাঙ্গামুখী এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাইলাতুল হোসাইন।
লাইলাতুল হোসাইন বলেন, গতিসীমা লঙ্ঘনের কারণেই মূলত মহাসড়কে দুর্ঘটনাগুলো বেশি হয়। আমরা সড়কে গাড়ি চলাচলের ক্ষেত্রে শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। এসময় সড়কে গতিসীমা লঙ্ঘন করার দায়ে ১০টি মামলার বিপরীতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান চলবে।
এসআর/জেআইএম