দেশজুড়ে

সৎ বাবার নির্যাতনে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় সৎ বাবার নির্যাতনে আবদুল্লাহ নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় করা মামলায় সৎ বাবা আরিফকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৬ এপ্রিল) সকালে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। নিহত আবদুল্লাহ যাত্রাবাড়ীর কাজলারপাড় এলাকায় জুয়েল মিয়ার ছেলে। সে তার মায়ের সঙ্গে সিদ্ধিরগঞ্জের আজিবপুর বাগানবাড়ী এলাকার জাহাঙ্গীরের বাসায় থাকতেন।

এ ঘটনায় করা মামলা সূত্রে জানা যায়, ২৪ এপ্রিল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আবদুল্লাহকে মারধর করেন আরিফ। একপর্যায়ে বাড়ির গলির রাস্তায় টাঙানো মইয়ে ঝুলিয়ে মারধর করেন। মাইয়ের ওপর থেকে নিচে ফেলে দেন। দুই পা ধরে শূন্যে ভাসিয়ে দেওয়ালের সঙ্গে মাথায় আঘাত করেন।

রাতে আবদুল্লাহর জ্বর এলে মা ডাক্তারের কাছে নিতে চাইলে আরিফ বাধা দেন। আবদুল্লাহর অবস্থা আরও খারাপ হলে ২৫ এপ্রিল সকালে আরিফ মাতুয়াইল মাতৃসনদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখালে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।

সাবেক স্বামীর বাড়ি যাত্রাবাড়ী থানাধীন কাজলারপাড় এলাকায় আবদুল্লাহকে দাফনের পর থানায় আরিফের বিরুদ্ধে মামলা করেন তার স্ত্রী।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জাগো নিউজকে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

রাশেদুল ইসলাম রাজু/এসজে/এমএস