জাতীয়

নয়াপল্টনে হাতবোমা বিস্ফোরণ

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে আবারও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার বিকেলে পৌনে ৪টার দিকে দুর্বত্তরা পুলিশের সামনেই পরপর ৪টি হাতাবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।পল্টন থানার উপপরিদর্শক (এসআই) ওহেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।উল্লেখ্য, গতকাল শনিবার প্রায় একই সময় একই স্থানে কিছু সময়ের ব্যবধানে দুই বারে ৫টি হাতবোমার বিস্ফোরণে আট জন আহত হয়।