জাতীয়

চমেক হাসপাতালে দুই দালাল গ্রেফতার

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে দুই দালালকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে হাসপাতালের ৩৩ নম্বর গাইনি বিভাগ থেকে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: চট্টগ্রাম মেডিকেলে একজন মেরিনারের বেঁচে ওঠার গল্প

গ্রেফতাররা হলেন চট্টগ্রামের বোয়ালখালীর হোরার পাড় গ্রামের মৃদুল বৈদ্যের ছেলে রাজীব বৈদ্য (৩২) এবং রাঙ্গুনিয়ার নটুয়া টিলা দাস পাড়া গ্রামের স্বপন দাসের ছেলে শুভ দাস (২০)।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আশেক বলেন, হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে দুই দালালকে গ্রেফতার করা হয়েছে। পরে মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এমডিআইএইচ/জেডএইচ/জিকেএস