ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন বেঁকে মালবাহী ট্রেনের ছয় বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর ১টার দিকে পৌর শহরের দাড়িয়াপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে এক লেনে ট্রেন চলাচল বন্ধ আছে।
আখাউড়া রেলওয়ে স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম হোসেন শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তীব্র গরমে রেললাইন বাঁকা হয়ে গেছে। এতে মালবাহী ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়। ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ আছে। তবে পাশের লাইন দিয়ে ট্রেন চলাচল করছে।
ওসি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।
আবুল হাসনাত মো. রাফি/এমআরআর/জিকেএস