দেশজুড়ে

টাঙ্গাইলে দুই বাসের সংঘর্ষে চালকসহ আহত ২৫

টাঙ্গাইলের কালিহাতীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে কালিহাতী সদরের পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন- দ্রুতগামী পরিবহনের চালক শাহীন, অর্কিট এলিগেন্স পরিবহনের চালক মিন্টু, বাসযাত্রী কালিহাতী উপজেলার ভবানীপুর গ্রামের ফরমানের ছেলে আব্দুল হামিদ তালুকদার (৬০) ও নাজমুল।

কালিহাতী ফায়ার সার্ভিসের টিম লিডার মনিরুজ্জামান ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মাদারগঞ্জগামী অর্কিট এলিগেন্স নামের একটি বাস জামালপুরের দিকে যাচ্ছিল। অপরদিকে বিপরীত দিক থেকে গোপালপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এসময় কালিহাতী পেট্রল পাম্প সংলগ্ন বিদ্যুৎ অফিসের সামনে দ্রুতগামী পরিবহনের বাসটি অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে অর্কিট এলিগেন্স বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ২৫ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এছাড়া গুরুতর আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার ফলে এলেঙ্গা- জামালপুর আঞ্চলিক মহাসড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

কালিহাতী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাহেদুর রহমান বলেন, দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ পর্যন্ত ২৫ জন আহত অবস্থায় এসেছেন। তাদেরকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তিনি আরও বলেন, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, দুই বাসের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। এরপর কালিহাতী ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। এখন পর্যন্ত নিহতের কোনো খবর পাইনি। এঘটনায় সড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হলে টাঙ্গাইল থেকে জেলা পুলিশের রেকার এনে বাস দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরিফ উর রহমান টগর/কেএসআর