দেশজুড়ে

উখিয়ায় অস্ত্র-গোলাবারুদসহ ৪ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র-গোলাবারুদসহ চারজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। শুক্রবার (২৮ এপ্রিল) ভোরে রোহিঙ্গা ক্যাম্প-৭ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ক্যাম্প-২ এর বি-ডাব্লিউ ব্লকের মৃত মোহাম্মদ সৈয়দের ছেলে মো. জোবায়ের (২০), ক্যাম্প-৬ এর ডি-৮ ব্লকের মৃত কামাল হোসেনের ছেলে নুর মোহাম্মদ (২৫), ক্যাম্প-৫ এর ডি-৮ ব্লকের জোবায়ের আহমদের মেয়ে মোসা বিবি (১৬) ও মৃত সালেহ আহমদের স্ত্রী জামিলা বেগম (৪৮)।

এসময় তাদের কাছ থেকে চারটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ৩০টি চায়না রাইফেলের গুলি, ২৭টি পিস্তলের গুলি, পাঁচটি শটগানের কার্তুজ, তিনটি খালি ম্যাগাজিন, চারটি ওয়াকিটকি, পাঁচটি মোবাইল ও একটি চাকু উদ্ধার করা হয়।

আরও পড়ুন: বান্দরবানে ৫১ রোহিঙ্গা আটক

দুপুরে ১৪ এপিবিএন কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিআইজি জামিল হাসান। তিনি জানান, রাতে এপিবিএনের কাছে খবর আসে ক্যাম্প-৭ এ সন্ত্রাসী ছমি উদ্দিনের নেতৃত্বে ১০-১৫ জন সংঘবদ্ধ হয়ে অপরাধ সংঘটনের পরিকল্পনা করছে। সংবাদ পেয়ে ক্যাম্পে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে টহল জোরদার করা হয়। ঘটনাস্থলে এপিবিএন সদস্যরা উপস্থিত হলে তাদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুঁড়ে। এপিবিএন সদস্যরাও পাল্টা গুলিবর্ষণ করে। পরে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।

ডিআইজি জামিল আরও জানান, আমরা সবসময় চেষ্টা করি রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিতে। ক্যাম্পের বিভিন্ন জায়গায় কৌশলে রোহিঙ্গারা কাঁটাতারের বেড়া কেটে বাইরে চলে যায়। অন্যদিকে বিভিন্ন এনজিও সংস্থার বিতরণ কেন্দ্র ক্যাম্পের বাইরে হওয়ায় হাজার হাজার রোহিঙ্গা আসা যাওয়া করে। এর ফাঁকে বের হওয়ার সুযোগ পান। তবে তল্লাশি চৌকিতে বিভিন্ন সময় মাদক, অস্ত্র জব্দ করতে সক্ষম হওয়ার নজির রয়েছে।

এসময় ১৪ এপিবিএন অধিনায়ক সৈয়দ হারুন অর রশীদ, ৮ এপিবিএন অধিনায়ক আমির জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।

সায়ীদ আলমগীর/আরএইচ/জেআইএম