দেশজুড়ে

রুমায় উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত, মায়ের মামলা

বান্দরবানের রুমায় উদ্ধার অর্ধগলিত মরদেহের পরিচয় পাওয়া গেছে। তার নাম বম রাম চাম বম (২৩)। এক বছর আগে কোনো এক সশস্ত্র সংগঠনে যোগ দিয়েছিলেন তিনি।

শুক্রবার (২৮ এপ্রিল) পরিচয় শনাক্তের পর তার মা সুমরেম বম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের নামে মামলা করেছেন। বম রাম চাম বম রোয়াংছড়ি উপজেলার পাইক্ষ্যংপাড়া এলাকার লাল যোথলুয়াং বমের ছেলে।

আরও পড়ুন: বান্দরবানে জঙ্গলে মিললো অর্ধগলিত মরদেহ

পুলিশ জানায়, ২৭ এপ্রিল রুমার পাইন্দু ইউনিয়নের মুয়ালপি পাড়ায় নির্জন জঙ্গলে সদ্য মাটি দেওয়া একটি কবর দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। কবরটি খুঁড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহটিকে শনাক্ত করে নিহত বম রাম চাম বমের পরিবার।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, এ ঘটনায় সকালে নিহতের মা সুমরেম বম বাদী হয়ে অজ্ঞাত ২০-৩০ জনের নামে মামলা করেছেন।

নয়ন চক্রবর্তী/আরএইচ/এমএস