নারায়ণগঞ্জ শহরের উত্তর চাষাঢ়া থেকে জাবেদ আহমেদ রিপন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ এপ্রিল) রাত ১০টায় নিজ বাসার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রিপন উত্তর চাষাঢ়া এলাকার ওবায়দুর রহমানের ছেলে। ওবায়দুর রহমান নারায়ণগঞ্জের আলোচিত বোমা হামলার পলাতক আসামি।
আরও পড়ুন: নৌকাডুবির ৪২ ঘণ্টা পর শীতলক্ষ্যায় ভেসে উঠলো ওশানার মরদেহ
স্থানীয়রা জানান, রিপন এ বাসায় একা থাকতেন। পারিবারিক কলহের জেরে স্ত্রী-সন্তান অন্যত্র বসবাস করে আসছিলেন। রিপনের এ বাড়ি পাঁচতলা বিশিষ্ট। তিনি নিচতলায় থাকতেন। অন্যান্য ফ্ল্যাট ভাড়া দেওয়া। গত দুদিন ধরে তার কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় জানানো হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই সাইফুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির মরদেহ বাসার মেঝেতে পড়ে ছিল। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ বলা যাবে।
মোবাশ্বির শ্রাবণ/বিএ