দেশজুড়ে

গাইবান্ধায় বইপড়া প্রতিযোগিতা

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বইপড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় পলাশবাড়ী বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে বইপড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ এ কে এম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল্লার রহমান তোতা, পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক তাহমিনা বেগম, উপজেলা ইউআরসি ইন্সপেক্টর সোহেল মিয়া, পলাশবাড়ী এস এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান মিজান, আলিউল ইসলাম বাদল, আবদুল্লাহ আদিল নান্নু, সাইদুর রহমান প্রধান প্রমূখ।

এসময় বক্তারা বলেন, জ্ঞান আহরণের জন্য বইপড়ার বিকল্প নেই। শৈশব থেকেই বইপড়ায়ে আগ্রহী করে তুলতে হবে। বই হলো সব মানুষের সবচেয়ে ভালো সঙ্গী, বই বন্ধু হিসেবে কাজ করে। নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়তে হলে সব শিক্ষার্থীকে লাইব্রেরিমূখী করতে হবে।

এএইচ/এমএস