ক্যাম্পাস

ইসলামী বিশ্ববিদ্যালয়ের হল খুলেছে, ক্লাস শুরু ২ মে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ২ মে থেকে শুরু হবে। রোববার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এ তথ্য নিশ্চিত করছেন।

তিনি জানান, ঈদের ছুটি শেষে শনিবার (২৯ মে) আবাসিক হল সমূহ খুলে দেওয়া হয়েছে। ২ মে (মঙ্গলবার) থেকে সব ধরনের ক্লাস-পরীক্ষা শুরু হবে

এর আগে ২৩ মার্চ থেকে ১ মে পর্যন্ত টানা ৪০ দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ ছিল। পরে ১৭ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে দাপ্তরিক কার্যক্রমের পাশাপাশি আবাসিক হলসমূহও বন্ধ ছিল।

রুমি নোমান/আরএইচ/এমএস