গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের মেয়র পদপ্রার্থী গাজী আতাউর রহমান বলেছেন, তফসিল ঘোষণার পর থেকেই সিটি নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণ দেখছি না। এখনো সবার জন্য সমান সুযোগ তৈরি হয়নি। লেভেল প্লেয়িং ফিল্ড নেই।
তিনি বলেন, গাজীপুর সিটির জনগণ একজন সৎ, দুর্নীতি মুক্ত ও মানবিকগুণের মানুষকে নির্বাচিত করতে চায়। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাধারণ জনগণের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। তাদের আশ্বাস দিচ্ছি, আমি যদি জয়ী হতে পারি, তাহলে নগরবাসীর অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সিটি করপোরেশনের সেবা নিশ্চিত, সিটি করপোরেশনের আমানতের সঠিক ব্যবহার নিশ্চিত করে গাজীপুরকে আধুনিক বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলবো।
রোববার (৩০ এপ্রিল) মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ইসলামী আন্দোলনের প্রার্থী গাজী আতাউর রহমান।
গাজী আতাউর বলেন, এটা তো স্থানীয় সরকারের নির্বাচন, জাতীয় নির্বাচন নয়। স্থানীয় সরকারের নির্বাচনে যদি কেন্দ্রীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালায়, তাহলে অবশ্যই নির্বাচন প্রভাবিত হবে। তারা তো রাষ্ট্রীয় প্রটোকল নিয়ে আসবে, তারা তো সরকারি সুযোগ-সুবিধা ভোগ করে নির্বাচনী কাজে ক্যাম্পেইন করবেন। সেক্ষেত্রে এটা তো লেভেল প্লেয়িং ফিল্ড হলো না। কারণ আমিসহ অন্য প্রার্থীরা তো সরকারি সুযোগ সুবিধা পাবেন না, প্রটোকল পাবেন না।
তিনি বলেন, আমার চাওয়া হলো, এখানে স্থানীয় সরকারের নির্বাচন। এখানে সরকারের বিভিন্ন এমপি, মন্ত্রী আছে তারা নির্বাচনে হস্তক্ষেপ করতে পারবে না, কোন তৎপরতায় অংশ নিতে পারবে না। তারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ব্যবহার করে রাষ্ট্রীয় প্রটোকল ব্যবহার করে তারা গাজীপুরে এসে নির্বাচনকে প্রভাবিত করতে পারবে না। আমরা সবাই যাতে সমান সুযোগ পাই। যদি এখানে সরকার প্রভাব বিস্তাব করে সরকারি দলের প্রার্থীর ক্ষেত্রে নির্বাচনের মাঠে তো আগেই আমাদের কোণঠাসা করা হবে। তাদের তৎপতায় জনগণের মাঝে একটা বুঝ চলে আসবে যে, সরকার যেভাবেই হোক তাদের মনোনীত প্রার্থীকে পাস করিয়ে দেবে। যদি এমনই হয় তাহলে তো ইলেকশন আর ইলেকশন হলো না, সিলেকশন হয়ে গেলো।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন আগামী ২৫ মে। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই ৩০ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৮ মে। প্রতীক বরাদ্দ হবে ৯ মে।
মো. আমিনুল ইসলাম/এমএএইচ/