লো স্কোরিং ম্যাচও উত্তেজনা ছড়িয়েছে। লখনৌ সুপার জায়ান্টসের মাঠে খেলতে গিয়ে মাত্র ১২৬ করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু এই পুঁজি নিয়েও স্বাগতিকদের শুইয়ে দিয়েছে তারা।
ক্রিকেট মাঠে কোহলির অতি আগ্রাসী মনোভাবের কথা প্রায় সবাই জানেন। যেহেতু উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল, লখনৌর এক একটি উইকেট পড়ার পর নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উল্লাস করছিলেন কোহলি।
লখনৌর ডাগআউটের দিকে তাকিয়ে মুখে আঙুল দিয়ে চুপ থাকার ভঙ্গি করতেও দেখা যায় কোহলি। দুর্দান্ত লড়াইয়ের পর ম্যাচটি শেষ পর্যন্ত ১৮ রানে জেতে কোহলির দল বেঙ্গালুরু। কিন্তু মাঠের লড়াই থামলে কী হবে, মাঠের বাইরের লড়াই চলে ম্যাচ শেষ হওয়ার পরও।
ঘটনার সূত্রপাত ম্যাচ শেষে দু’দলের ক্রিকেটারদের হাত মেলানোর সময়। হাত মেলানোর সময় কোহলিকে কিছু একটা বলেন লখনৌর আফগান ক্রিকেটার নাভিন উল হক। পাল্টা কিছু বলেন কোহলিও। তার পরেই সেখানে আসেন গম্ভীর। তিনি কোহলিকে কিছু একটা বলেন। লেগে যায় ঝামেলা।
পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে দেখে সেখানে এসে উপস্থিত হন দু’দলের বাকি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। কোহলি ও গম্ভীর দুজনই দিল্লির। লখনৌর স্পিনার অমিত মিশ্র ও সহকারী কোচ বিজয় দাহিয়াও দিল্লির হয়ে খেলেছেন। সেই কারণে তারা কোহলি-গম্ভীরকে ভালোভাবে চেনেন। তারাই বেশি উদ্যোগী হয়ে দু’জনকে আলাদা করেন। লখনৌর অধিনায়ক লোকেশ রাহুলও ছিলেন সেখানে। কোহলিকে সরিয়ে নিয়ে যান বেঙ্গালুরুর অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি।
কিন্তু সেখানেই সব থেমে যায়নি। তিনি যে গম্ভীরের কথা ভালোভাবে নেননি সেটা কোহলির চোখমুখ দেখেই বোঝা যাচ্ছিল। বাউন্ডারির কাছে দাঁড়িয়ে রাহুলের সঙ্গে অনেকক্ষণ কথা বলেন তিনি। ঠিক সেই সময় সেখানে উপস্থিত হন লখনৌর মালিক সঞ্জীব গোয়েনকা। তার সঙ্গে অবশ্য হাত মেলান কোহলি। তবে চোখেমুখে ছিল না আপোসের ছাপ।
#Kohli #ViratKohli #RCBVSLSG #IPL2023 pic.twitter.com/WCPzn5JrSt
— Praven Singh (@Praveen23499) May 1, 2023হবে কিভাবে? কোহলির সঙ্গে গম্ভীরের বিবাদ যে বেশ পুরোনো। এর আগে গম্ভীর যখন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন তখনও দু’জনের মধ্যে মাঠে বিবাদ হয়েছে। একে অপরের দিকে তেড়ে গিয়েছেন তারা। এমনকি বেঙ্গালুরুকে হারিয়ে ডাগআউটে চেয়ারে লাথিও মারতে দেখা গেছে গম্ভীরকে। এত বছর পরেও সেই বিবাদ কমেনি। দেখা হলেই চোখ রাঙানি লেগে রয়েছে দুই ক্রিকেটারের মধ্যে।
এবারের ঘটনায় অবশ্য বেশ ভালো শাস্তিই পেয়েছেন গম্ভীর, কোহলি ও নাভিন। আচরণবিধি ভঙ্গের দায়ে তিনজনকেই জরিমানা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
লখনৌ মেন্টর গৌতম গম্ভীর ও বেঙ্গালুরু ব্যাটার বিরাট কোহলির ম্যাচ ফি পুরোটাই কেটে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে নাভিনকে।
এমএমআর/জিকেএস