মেহেরপুরের গাংনীর ভোলাডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে বিদ্যুত সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল্লাহ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের মনছের আলীর ছেলে।
ষোলটাকা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা জানান, আব্দুল্লাহ ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতো। কয়েকদিন আগে সে বাড়িতে আসে। নিজ বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এটি স্বাভাবিক ঘটনা নাকি পরিকল্পিত সেটি দেখার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আসিফ ইকবাল/এফএ/এমএস