প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বুধবার (৩ মে) নারায়ণগঞ্জ যাচ্ছেন। দুপুর সোয়া ২টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে রওয়ানা দেবেন। সুপ্রিম কোর্ট প্রশাসনের জারি করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিকালে নারায়ণগঞ্জ আদালতে বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য ন্যায়কুঞ্জের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। এরপর নারায়ণগঞ্জ আদালতের বিচার বিভাগীয় কর্মককর্তাদের উদ্দেশ্যে অভিভাষণ প্রদান করবেন।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মো. মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার ব্যারিস্টার মুহাম্মদ সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) এসকে.এম. তোফায়েল হাসান ও প্রধান বিচারপতির একান্ত সচিব মো. আরিফুল ইসলামও প্রধান বিচারপতির সঙ্গে থাকবেন।
এফএইচ/এসএনআর/জেআইএম