যশোরের বেনাপোলে মায়ের ওপর অভিমান করে তন্বী মণ্ডল (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। সে নিজ ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মঙ্গলবার (২রা মে) রাতে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। তন্বী ওই গ্রামের জেলেপাড়ার শ্রী রাম মণ্ডলের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবারর রাতে পড়ার সময় তন্বী মোবাইলফোনে কথা বলছিল। পড়াশোনা বাদ দিয়ে ফোনে কথা বলায় মা শ্রীমতি বিলাসী রানী তন্বীকে বকাবকি করেন। এতে সে অভিমান করে ফাঁস নেয়।
বুধবার ভোরে তন্বীর মা ঘুম থেকে উঠে মেয়ের উঠতে দেরি দেখে জানালা দিয়ে ঘরের মধ্যে তাকিয়ে দেখেন ফ্যানের সঙ্গে সে ঝুলছে। এরপর পরিবারের লোকজন ও প্রতিবেশীদের ডেকে মেয়ের মরদেহ উদ্ধার করেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আত্মহত্যার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। কেন, কী কারণে আত্মহত্যা করেছে তা তদন্তের পর জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মো. জামাল হোসেন/এমআরআর/এমএস