দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে গাছে পাকলেই বাজারজাত করা যাবে আম

আমের রাজধানীখ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জে গত দুবছরের মতো এবারও থাকছে না আম পাড়ার সময়সূচি। গাছে পাকলেই আম বাজারজাত করতে পারবেন চাষিরা।

কৃষক, উদ্যোক্তা ও আম রফতানিকারকদের দাবির পরিপ্রেক্ষিতে বুধবার (৩ মে) দুপুরে মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।

তিনি বলেন, জাত হিসেবে আম পাকার সময় হয় ভিন্ন। তাই চাষিদের কথা চিন্তা করে গত বছরের মতো এবারও কোনো সময়সীমা নির্ধারণ হয়নি। যে আম যখন গাছে পাকবে, তখনই বাজারজাত করা যাবে। তবে পরিপক্ব না হলে কোনো আম বাজারজাত করা যাবে না। যদি কেউ অপরিপক্ব বাজারজাতের চেষ্টা করেন আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো।

সভায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মাসুদ আহমেদসহ জেলার বিভিন্ন উপজেলার আমচাষী, কৃষক, উদ্যোক্তা ও রফতানিকারকরা।

সোহান মাহমুদ/এসজে/জেআইএম