দেশজুড়ে

জামিন নিয়ে পলাতক, ১৭ বছর পর গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় মো. সুমন (৪২) নামের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। তিনি জামিন নিয়ে ১৭ বছর পালিয়ে ছিলেন।

বৃহস্পতিবার (৪ মে) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার রিজওয়ান সাঈদ জিকু।

এর আগে সকালে ফতুল্লার হাজীগঞ্জের ঈশাখা রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সুমন ফতুল্লার হাজীগঞ্জ এলাকার বাসিন্দা মফিজ উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, ২০০৬ সালের আগস্টে হেরোইন বেচাকেনার সময় তাকে আটক করে ফতুল্লা থানাপুলিশ। পরে তার বিরুদ্ধে মাদক মামলায় গ্রেফতার দেখানো হয়। ওই মামলায় তিনি জামিন নিয়ে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে একাধিক মামলা চলমান। এর পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ২৫ জুলাই সুমনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

তাকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

রাশেদুল ইসলাম রাজু/এসআর/জেআইএম