দেশজুড়ে

অস্ত্রসহ গ্রেফতারের পর অসুস্থ বিএনপি নেতা ঢাকায়

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপনকে (৫১) দেশীয় তৈরি শুটারগান ও এক রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পরপরই তিনি অসুস্থ বোধ করলে অ্যাম্বুলেন্সে করে পুলিশি পাহারায় তাকে ঢাকায় পাঠানো হয়।

বৃহস্পতিবার (৪ মে) বিকেলে উপজেলা খাড়েরা ইউনিয়নের দারোগাবাড়ি এলাকা থেকে গ্রেফতার হন শরিফুল হক স্বপন। গ্রেফতার শরিফুল উপজেলার সৈয়দাবাদ গ্রামের জহিরুল হকের ছেলে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. মহিউদ্দিন জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দারোগাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি শুটারগান ও এক রাউন্ড কার্তুজসহ শরিফুলকে গ্রেফতার করা হয়েছে। অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণ এবং আগের একটি বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নতুন করে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ওসি মহিউদ্দিন আরও জানান, গ্রেফতারের পর অসুস্থ বোধ করলে আসামি শরিফুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় হার্ট ফাউন্ডেশন হাসপাতালে পাঠানো হয়েছে। তার সঙ্গে পুলিশ পাহারা রয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/এমকেআর