আগের ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের পয়েন্ট টেবেলের তিনে উঠেছিল মোহামেডান। কিন্তু পরের রাউন্ডেই তাদেরকে জায়গা ছেড়ে দিতে হলো।
শনিবার শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে ২-১ গোলে হেরে গেছে মোহামেডান। পাঁচ থেকে শেখ রাসেল উঠে গেছে তিনে, মোহামেডান নেমে গেলো পাঁচে।
কুমিল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। শেখ রাসেল নাইজেরিয়ার কেনেথ ইকেচুকোর গোলে এগিয়ে গিয়েছিল ৫১ মিনিটে। ৬৭ মিনিটে এমানুয়েলের গোলে সমতায় আসে মোহামেডান।
তবে শেষ পর্যন্ত স্কোরলাইন ধরে রাখতে পারেনি সাদাকালোরা। ৭৮ মিনিটে এমফন উদোহর করা গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্লুজরা।
১৪ ম্যাচে ১৯ পয়েন্ট মোহামেডানের। শেখ রাসেলের পয়েন্ট ১৩ ম্যাচে ২১। দিনের অন্য ম্যাচে রহমতগঞ্জ ৩-২ গোলে হারিয়েছে আজমপুর ফুটবল ক্লাবকে।
১৪ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ টেবিলের ৯ নম্বরে। ১৩ ম্যাচে আজমপুর ফুটবল ক্লাব ৩ পয়েন্ট নিয়ে টেবিলে সবার নিচে।
আরআই/এমএমআর/জেআইএম