তৃণমূল কাউন্সিলরদের ভোটে চেয়ারম্যান প্রার্থী মনোনয়নের দাবি জানিয়েছেন নোয়াখালীর চাটখিল উপজেলার নয়টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা।মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।মনোনয়ন প্রত্যাশীরা অভিযোগ করে বলেন, স্থানীয় এমপি ও এক প্রভাবশালী তৃণমূলের মতামতকে উপেক্ষা করে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দিয়ে কেন্দ্রে নাম পাঠিয়েছেন। কেন্দ্রে পাঠানো প্রার্থী তালিকায় থাকা সবাই প্রভাবশালীদের আত্মীয়। কেউ কেউ বিএনপি ও ছাত্রশিবিরের সঙ্গে জড়িত বলেও লিখিত বক্তব্যে দাবি করেন রামনারায়ণপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম।তিনি বলেন, আগামী ২৩ এপ্রিল চাটখিলে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথম দলীয় নৌকা প্রতীকে নির্বাচন হওয়ায় তারা সংগঠনের মনোনয়ন প্রত্যাশী। কিন্তু ত্যাগী নেতাদের বাদ দিয়ে সব ইউনিয়নে প্রভাবশালীদের আত্মীয়দের মনোনয়ন দেয়ার প্রস্তাব করা হয়েছে।নজরুল জানান, সাহাপুর ইউনিয়নে স্থানীয় এমপির ভাগ্নি জামাই গোলাম হায়দার কাজলকে, রামনারায়ণপুর ইউনিয়নে ওই প্রভাবশালীর ফুফাত ভাই ও বিএনপির ইউনিয়ন কমিটির সদস্য শাহ আলম কোম্পানীকে, পরকোর্ট ইউনিয়নে সাবেক ছাত্রশিবির ক্যাডার বাহার মুন্সীকে, বাদলকোর্ট ইউনিয়নে ওই প্রভাবশালীর বডিগার্ড সোলেমান শেখকে, মোহাম্মদপুর ইউনিয়নে আওয়ামী লীগ সভাপতির চাচা শ্বশুর শহীদউল্লাহকে, পাঁচগাঁও ইউনিয়নে ওই প্রভাবশালী ব্যক্তির আত্মীয় বজলুল করিম বাবুলকে, ঘাটলাবাগ ইউনিয়নে এমপির আস্থাভাজন বাকী বিল্লাহকে, নোয়াখোলা ইউনিয়নে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুসের আত্মীয় ইব্রাহিম খলিল সোহাগকে ও খিলপাড়া ইউনিয়নে উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও ওই প্রভাবশালীর আপন ভাই আলমগীর হোসেনকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে কেন্দ্রে নাম প্রস্তাব করা হয়েছে।সংবাদ সম্মেলনে নজরুলসহ অন্য মনোনয়ন প্রত্যাশীরা নিজেদের জনপ্রিয় প্রার্থী দাবি করে বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে বিজয়ী হবেন তারা।ওই প্রভাবশালী ও তার লোকজন বলছেন, স্বতন্ত্র বা অন্যপ্রার্থীরা মনোনয়নপত্রই জমা দিতে পারবে না। তারা আমাদেরকে মামলা দিয়ে এলাকা ছাড়া করার কথা বলেছেন। যোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন সোহেল, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পরকোর্ট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম নাহিদ ও বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।একে/আরআইপি