দেশজুড়ে

শাহজাদপুরের কাছারিবাড়িতে তিনদিনের উৎসব

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে তিনদিনের উৎসব শুরু হবে। সোমবার (৮ মে) থেকে এ উৎসব পালিত হবে। উৎসবকে কেন্দ্র করে কাছারিবাড়িতে এখন সাজ সাজ রব।

শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ির কাস্টডিয়ান আবু সাইদ এনাম তানভিরুল জাগো নিউজকে বলেন, তিন দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে কবিগুরুর জীবন ও সাহিত্যকর্ম নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা ও গীতিনাট্য।

তিনি আরও বলেন, শাহজাদপুরের এ কাছারিবাড়িতে বসেই কবিগুরু রচনা করেছেন সোনারতরী, চৈতালি, কল্পনা, পোস্টমাস্টার, ছুটি, সমাপ্তি, ক্ষুধিত পাষাণসহ অসংখ্য সাহিত্যকর্ম।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম জাগো নিউজকে বলেন, জমিদারি কাজের সুবাদে এখানকার মাটি ও মানুষের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক গড়ে উঠে কবির। শুধু তাই নয়, এখানকার নদী, ফসলের মাঠ, সাধারণ মানুষের জীবন কবিকে সাহিত্য কর্মে উদ্বুদ্ধ করেছে যার প্রমাণ তিনি তার সাহিত্যকর্মের মধ্যে রেখে গেছেন।

কবিগুরুর বিভিন্ন চিঠিতেও শাহজাদপুরের প্রকৃতি, পরিবেশ, সাধারণ মানুষের জীবন যাপনের অনেক দিক তুলে ধরেছেন। প্রকৃতপক্ষে শাহজাদপুর কাছারিবাড়ি তার কাছে সাহিত্যের অন্যতম প্রধান অনুপ্রেরণা ছিল।

আরও পড়ুন: রবীন্দ্রজয়ন্তী ও রবীন্দ্র ভাবনায় বিশ্ববিদ্যালয়

সিরাজগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম তালুকদার জাগো নিউজকে বলেন, কবিগুরু শুধু যে সাহিত্য কর্ম করেছেন তাই নয়। এ অঞ্চলের মানুষের দুঃখ, দুর্দশা লাঘবের জন্য দুগ্ধ শিল্প সমৃদ্ধ শাহজাদপুরে গবাদি পশু পালনের জন্য তার জমিদারির একটি বড় অংশ গো-চারণ ভূমি হিসেবে দান করে গেছেন।

এ প্রসঙ্গে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন বলছেন, কবির জন্মজয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এম এ মালেক/আরএইচ/এএসএম