জামালপুরে এসএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে সর্বাধিক সংখ্যক পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এদিন জেলার তিন উপজেলার আট পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
রোববার (৭ মে) রাতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মৌসুমী খানম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের দায়ে আট শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে মাদারগঞ্জে তিনজন, বকশীগঞ্জে দুইজন ও দেওয়ানগঞ্জ উপজেলায় তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতদের মাঝে তিনজন জেনারেল শাখায়, মাদরাসা বোর্ডের অধীনে চারজন এবং একজন ভোকেশনাল শাখার অধীনে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরীক্ষা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হয় সেজন্য প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, এইদিন এসএসসি, দাখিল এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় মোট উপস্থিতির হার ছিল ৯৮ দশমিক ৬২ শতাংশ। এর মধ্যে ৫২টি কেন্দ্রে এসএসসির (বিষয়- ইংরেজি দ্বিতীয় পত্র) মোট পরীক্ষার্থী ছিল ২৭ হাজার ৪৬৪ জন। এরমধ্যে উপস্থিত ছিল ২৭ হাজার ২২৫ জন, অনুপস্থিত ছিল ২৩৯ জন, বহিষ্কার তিনজন।
দাখিলের (বিষয়-গণিত) ১৩টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৪ হাজার ৪১৫ জন। এর মধ্যে উপস্থিত ছিল ৪ হাজার ৩১৯ জন, অনুপস্থিত ৯৬ জন, বহিষ্কার চারজন এবং ভোকেশনাল (বিষয়-ইংরেজি দ্বিতীয়পত্র) ২১টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৩ হাজার ৯৪৫ জন। এরমধ্যে উপস্থিত ৩ হাজার ৭৮৫ জন, অনুপস্থিত ১৬০ জন, বহিষ্কার একজন।
মো. নাসিম উদ্দিন/এমআরআর/এএসএম