দেশজুড়ে

নোয়াখালীতে ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. হারুনকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, অস্ত্র ও বিস্ফোরকসহ বিভিন্ন আইনে ১৭টি মামলা চলমান।

রোববার (৭ মে) রাতে উপজেলার জিরতলী ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। মো. হারুন বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের বারাইচাতলী গ্রামের মো. অজিউল্লাহর ছেলে।

র‌্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সাজাপ্রাপ্ত পলাতক শীর্ষ সন্ত্রাসী হারুনকে গ্রেফতার করা হয়েছে। সে জিরতলী ইউনিয়নের ত্রাস হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, অস্ত্র ও বিস্ফোরকসহ ১৭ মামলায় গ্রেফতারি পরোয়ানা আছে।

র‌্যাবের এ কর্মকর্তা আরও বলেন, এছাড়া অস্ত্র আইনের একটি মামলায় আদালত তাকে ১৭ বছরের কারাদণ্ড দেন। তারপরও পলাতক থেকে এলাকায় সন্ত্রাস চাঁদাবাজি অব্যাহত রাখে হারুন। সোমবার (৮ মে) তাকে পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হবে।

ইকবাল হোসেন মজনু/এমআরআর/জেআইএম