রাজনীতি

জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল শুরু

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর ফাঁসির রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রাখায় প্র‌তিবা‌দে দলটির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে। বুধবার সকাল ৬টায় শুরু হওয়া এ হরতাল চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।মঙ্গলবার রায় ঘোষণার পর সংগঠনটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে বুধবার দেশব্যাপি সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেন।বিবৃতিতে বলা হয়, ‘সরকার ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবে জামায়াত নেতৃবৃন্দকে একের পর এক হত্যা করছে। সরকারি ষড়যন্ত্রের শিকার মীর কাসেম আলী।সরকার মিথ্যা, বায়বীয় ও কাল্পনিক অভিযোগে মীর কাসেম আলীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে নিজেদের দলীয় লোকদের দ্বারা আদালতে মিথ্যা সাক্ষ্য দেয়ানোর মাধ্যমে তাকে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র করছে।তি‌নি ব‌লেন, আমরা মীর কাসেম আলীকে হত্যার সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে ৯ মার্চ (বুধবার) দেশব্যাপি সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি ঘোষণা করছি।বিবৃতিতে তিনি বলেন, জামায়াতকে নেতৃত্বশূন্য করার জন্য সরকার নেতৃবৃন্দের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে বিচারের নামে প্রহসনের আয়োজন করেছে।অপরদিকে আজকের এ হরতাল প্রতিহতের ঘোষণা দিয়েছে শাহবাগের গণজাগরণ মঞ্চ।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, আজকের হরতালকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় রাজধানীতে মোতায়েন করা হয়েছে বাড়তি নিরাপত্তা।উল্লেখ্য, বুধবার সকাল ৯টার পর মীর কাসেম আলীর বিরুদ্ধে চূড়ান্ত রায় ঘোষণা করেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।এএম/বিএ