জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি মুদ্রার এপিঠ-ওপিঠ। একটি দল খারাপ কিছু শুরু করলে অপর দল ক্ষমতায় এসে তা আরও বাড়িয়ে দেয়। দোষ-ত্রুটির দিক থেকে কেউ কারও চেয়ে কম না। এভাবে দুটি দল দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।’
সিটি নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘সিটি নির্বাচনে প্রার্থীদের মধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ নিয়ে আতঙ্ক শুরু হয়েছে।সরকার ও নির্বাচন কমিশন বলেই যাচ্ছে ইভিএম নিয়ে ভয় পাবেন না। দেশের মানুষ কিন্তু বোকা নয়। ইভিএম নিয়ে বর্তমান সরকার ক্যারিকেচার করেছে।’
সোমবার (৮ মার্চ) বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিকল্প স্বেচ্ছাসেবক ধারা সভাপতি আবুল বাসার ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বাবুর নেতৃত্বে বিকল্পধারার শতাধিক নেতাকর্মী এদিন জাতীয় পার্টিতে যোগ দেন।
ইভিএমে কে কোথায় ভোট দিলো তার প্রমাণ থাকে না উল্লেখ করে জিএম কাদের বলেন, কে কীভাবে ভোট দিল তার প্রমাণ থাকে না। সাধারণ মানুষ মনে করে ইভিএম দিয়ে সরকার যাকে খুশি বিজয়ী ঘোষণা করতে পারে। সাধারণ মানুষ বলেন, সরকারদলীয় লোকজন ভোট দিতে দেয় না। ভোট দিলেও সরকারি দল আর না দিলেও তারাই পাস করছে।
তিনি বলেন, সরকার, প্রশাসন ও নির্বাচন ব্যবস্থার সঙ্গে জড়িত সবাই ইভিএম ব্যবহার করে সরকারের ইচ্ছে মতো ফলাফল ঘোষণার ব্যবস্থা করছে। সাধারণ মানুষের আস্থা অর্জন করতে চাইলে ইভিএম বাদ দিয়ে নির্বাচন দিতে হবে। কোনো সিটি নির্বাচনেই ইভিএম দেওয়া ঠিক হবে না। ক্ষমতায় থেকে, প্রশাসন ব্যবহার করে দলীয়করণের মাধ্যমে নির্বাচনে পাস করলে জনগণের সমর্থন প্রয়োজন হয় না।
এসএম/এমএএইচ/এমএস