দেশজুড়ে

ড্রেজার ব্যবসায়ীকে অর্ধলাখ টাকা জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ড্রেজার ব্যবসায়ীকে অর্ধলাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ মে) বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেকুন নাহার ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের নাছির মোল্লার পুকুরে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার অভিযান পরিচালনা করেন। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ড্রেজার মালিক আবু হানিফকে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত আবু হানিফ নবগ্রাম ইউনিয়নের স্বল্পসেনা গ্রামের মৃত হাসেম হাওলাদারের ছেলে। তিনি নিজের ভুল স্বীকার করে জরিমানার টাকা পরিশোধ করেছেন। ভবিষ্যতে অবৈধভাবে বালু করা থেকে বিরত থাকবেন বলেও অঙ্গীকার করেন তিনি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার বলেন, সদরের কোথাও যদি অবৈধভাবে বালু উত্তোলন করা হয় তাহলে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আতিকুর রহমান/এসআর/এমএস