দেশজুড়ে

দাবদাহে শ্রমজীবী মানুষের ভরসা গাছের ছায়া

প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত দিনাজপুরের জনজীবন। প্রখর রোদে রাস্তায় টিকতে পারছেন না শ্রমজীবী, খেটে খাওয়া মানুষ। একটু শান্তির পরশ পেতে গাছের ছায়ায় ছুটছেন তারা।

গত কয়েকদিন ধরে দেশের অধিকাংশ এলাকার মতো দিনাজপুরের বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। তাপমাত্রা ৩৫ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গরমের তীব্রতা।

সোমবার (৮ মে) দিনাজপুরে ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে অ্যাকুওয়েদার নামে একটি ওয়েবসাইট দেখাচ্ছে, দিনাজপুরে ৩৯ ডিগ্রী তাপমাত্রা বিরাজ করছে।

প্রচণ্ড গরমে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ। গরমে রাস্তায় টিকতে না পেরে ইজিবাইক, রিকশাচালক ও দিনমজুর শ্রমিকদের বিভিন্ন জায়গায় গাছের নিচে গিয়ে বিশ্রাম নিতে দেখা গেছে। রাস্তাঘাট অনেকটা ফাঁকা। প্রয়োজন ছাড়া মানুষ রাস্তায় বের হচ্ছেন না। তীব্র গরমকে আরও অসহনীয় করে তুলছে ঘন ঘন লোডশেডিং।

সদর উপজেলার আব্দুর রহমান বলেন, ‘আমি ইজিবাইক চালাই। কিন্তু গরমে পাকা রাস্তায় টিকা যাচ্ছে না। জলীয় বাষ্পের মতো রাস্তা থেকে গরম এসে চোখে- মুখে লাগছে। শরীরে ফসকা পড়ে যাচ্ছে। বাধ্য হয়ে দুপুরের পর গোর-এ শহীদ বড় ময়দানে রাস্তার ধারে গাছের নিচে বিশ্রাম নিচ্ছি।’

দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছিলেন শতাধিক অটো ও ইজিবাইক চালক। দেখা গেলো, অনেকে ঘুমিয়ে পড়েছেন।

এদিকে গরমে বাজারে তরমুজ, বেল, লেবু ও ডাবের দাম বেড়ে গেছে। তরমুজ প্রতিকেজি ৮০ টাকা, বেল প্রতি পিস ৫০-৮০ টাকা, লেবু ৪০-৫০ টাকা হালি ও ডাব ১৪০-১৬০ টাকা পিস বিক্রি হচ্ছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী আসাদুজ্জামান বলেন, চলমান তাপপ্রবাহ থাকবে আরও কিছুদিন। আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।

এমদাদুল হক মিলন/এসআর/এমএস