দেশজুড়ে

৯২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৯২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (৯ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।

গ্রেফতাররা হলেন লালমনিরহাটের হাতিবান্দা উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের মোজাম্মেল হকের ছেলে বাবু মিয়া (২৬) ও একই জেলার আদিতমারী উপজেলার গ্রামের সাহেবডাঙ্গা গ্রামের এলাহী বকসের ছেলে ভোলা মিয়া (৩৯)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলার পুরান বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান পরিচালনা করে র‍্যাব। এসময় মোটরসাইকেলে অভিনব কায়দায় লুকানো ৯২ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।

ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআর/জিকেএস