গুজরাট টাইটান্সের হয়ে আইপিএল খেলছিলেন জশ লিটল। জাতীয় দলের জন্য আইপিএল ছেড়েছেন। লিটন দাসও গিয়েছিলেন আইপিএলে। তবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এক ম্যাচের বেশি খেলতে পারেননি এই উইকেটরক্ষক ব্যাটার।
জাতীয় দলের হয়ে খেলতে নেমে লিটল প্রথম ওভারেই পেলেন সাফল্য। ঠিক উল্টো চিত্র লিটনের। আইপিএলে ব্যর্থতার পর জাতীয় দলে নেমেও ব্যর্থতার পরিচয় দিলেন এই ব্যাটার।
লিটলের করা প্রথম ওভারেই সাজঘরের পথ ধরেছেন লিটন। সেটাও আবার গোল্ডেন ডাক (১ বলে ০)। এলবিডব্লিউ হয়ে ফিরেছেন লিটন। চেমসফোর্ডে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে ৩ রানে বাংলাদেশ হারিয়েছে প্রথম উইকেট।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২.৫ ওভার শেষে বাংলাদেশের রান ১ উইকেটে ৮। তামিম ইকবাল ৭ আর নাজমুল হোসেন শান্ত ১ রানে অপরাজিত আছেন।
এমএমআর/এমএস