অভিজ্ঞ ব্যাটার। সাকিব আল হাসান শুরুটাও করেছিলেন বেশ ভালো। দলের বিপদের মুখে নাজমুল হোসেন শান্তকে নিয়ে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাছিলেন। কিন্তু সেই আত্মবিশ্বাসে আঘাত হানলেন গ্রাহাম হুমে।
ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে আইরিশ পেসারের বলে বোল্ড হয়েছেন সাকিব। ২১ বলে ৪ বাউন্ডারিতে তিনি তখন ২০ রানে। নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৩৭ রানের জুটিটি ভেঙেছে এই আউটে। ৫২ রানে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
চেমসফোর্ডে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই আইরিশ বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশ। ১৫ রান তুলতেই হারিয়ে বসে ২ উইকেট। আউট হন লিটন দাস আর অধিনায়ক তামিম ইকবাল।
লিটলের করা ইনিংসের প্রথম ওভারেই সাজঘরের পথ ধরেন লিটন। সেটাও আবার গোল্ডেন ডাকে (১ বলে ০)। এলবিডব্লিউ হয়ে ফেরেন লিটন। ৩ রানে বাংলাদেশ হারায় প্রথম উইকেট।
তামিম শুরুটা ভালোই করেছিলেন, কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি। চতুর্থ ওভারে মার্ক এডায়ারের বলে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। ১৯ বলে ২ বাউন্ডারিতে তামিম করেন ১৪।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৫৮ রান। নাজমুল হোসেন শান্ত ১৮ আর তাওহিদ হৃদয় ২ রানে অপরাজিত আছেন।
এমএমআর/এমএস