দেশজুড়ে

হিলি দিয়ে ভারত থেকে এলো ১ টন মহিষের মাংস

প্রথম বারের মতো দিনাজপুরের হিলি বন্দর দিয়ে ভারত থেকে মহিষের মাংস আমদানি হয়েছে। মঙ্গলবার (৯ মে) সন্ধ্যার কিছু আগে মহিষের এক টন মাংস নিয়ে একটি ট্রাক প্রবেশ করে।

ঢাকার মেড লাইফ প্যাকেজিং ইন্ডাস্ট্রিয়াল প্রতিষ্ঠান হিলি সিঅ্যান্ডএফ যমুনা ট্রেডিংয়ের মাধ্যমে ভারতের বিহার রাজ্য থেকে এগুলো আমদানি করছে।

হিলি পানামা পোর্ট লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যায় ভারত থেকে একটি ট্রাকে এক টন ভারতীয় মহিষের মাংস আমদানি হয়েছে। দ্রুততার সঙ্গে বন্দরের সব কার্যক্রম শেষ করে মাংসগুলোকে ছাড় করা হবে।

হিলি সিঅ্যান্ডএফ যমুনা ট্রেডিংয়ের প্রতিনিধি রোস্তম আলী বলেন, ভারতের বিহার রাজ্যে থেকে মহিষের মাংস আমদানি করা হচ্ছে। মাংসগুলো প্যাকেটজাতের পর বিভিন্ন দেশে রপ্তানি করা হবে।

হাকিমপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কাজী মাহবুবুর রহমান জাগো নিউজকে বলেন,হিলি স্থলবন্দর দিয়ে আমদানিকৃত মহিষের মাংস গুণগত মান পরীক্ষার জন্য ঢাকার সাভারে প্রাণী সম্পদ কোয়ারেন্টাইনে পাঠানো হবে। সেখানে পরীক্ষা-নিরিক্ষার পর গুণগত মান ভালো হলে আমদানিকারক মাংসগুলো বাজারজাত করতে পারবে।

হিলি কাস্টমসের উপ-কমিশনার বায়েজিদ হোসেন জাগো নিউজকে বলেন, আমদানিকারক প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিংয়ের জন্য মহিষের মাংস আমদানি করেছে। তাদের কাগজপত্র যাচাই-বাছাই শেষে মাংস ছাড়করণ হবে।

মো. মাহাবুর রহমান/এসজে/এমএস