দেশজুড়ে

চিকিৎসা নিতে ভারত যাচ্ছিলেন, টাকা লুটে নিলো মলম পার্টি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মলম পার্টির খপ্পরে পড়ে ৪০ হাজার টাকা খোয়া গেছে রেজাউল করিম বকুল শাহ (৫৫) নামে ভারতগামী এক বাসযাত্রীর। মঙ্গলবার (৯ মে) দুপুরে পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইমিগ্রেশন যাওয়ার পথে যাত্রীবাহী বাসে এই ঘটানা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেজাউল করিম চিকিৎসার জন্য বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত যাচ্ছিলেন। বাংলাবান্ধায় পৌঁছালে বাসের স্টাফরা অচেতন অবস্থায় তাকে বসে থাকতে দেখেন। তারা দ্রুত তাকে তেঁতুলিয়া হাসপাতালে ভর্তি করেন। রেজাউল করিম দিনাজপুরের বীরগঞ্জ এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী রেজাউলের স্বজন ইমরান হোসেন জানান, রেজাউল করিম চিকিৎসার উদ্দেশে ভারত যাচ্ছিলেন। পঞ্চগড় থেকে বাসে ওঠার পর তেঁতুলিয়ায় আসার পথে ঘটনাটি ঘটে। তার কাছ থেকে মলম পার্টির লোকজন ৪০ হাজার টাকা নিয়ে গেছে। তবে তার কাছে দুটি মোবাইল ফোনসহ পাসপোর্ট পাওয়া গেছে।

রেজাউল করিমের ছেলে আজিজুল ইসলাম বাবু বলেন, বাবা মলম পার্টির খপ্পরে পড়েছেন জানতে পেরে তেঁতুলিয়ায় আসি। বাবার ব্যাগে ৪০ হাজার টাকা ছিল। এখন বাবাকে নিয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে যাবো।

তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক আরমান আলী বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সফিকুল আলম/কেএসআর