কিশোরগঞ্জের ভৈরবে আম পাড়তে উঠে গাছ থেকে পড়ে দিপু মিয়া (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১০ মে) বিকেল ৩টার দিকে পৌর শহরের জগন্নাথপুর বেনি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দিপু মিয়া পৌর শহরের জগনাথপুর এলাকার নোয়াজ ব্যাপারীর বাড়ির সিরাফ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাড়ির পাশে আম পাড়তে গাছে ওঠেন দিপু মিয়া। কয়েকটি আম পাড়ার পর এক ডাল থেকে অন্য ডালে যাওয়ার সময় মাটিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাজীবুল হাসান/এসআর/এএসএম