দেশজুড়ে

বাবার ট্রলির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো শিশুর

পটুয়াখালীর বাউফল উপজেলায় বাবার ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে ইয়ামিন হোসেন (৭) নামে এক শিশু নিহত হয়েছে।

বুধবার (১০ মে) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার বগা ইউনিয়নের হোগলা ব্রিজের উত্তর পাশের ঢালে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ামিন হোসেন কনকদিয়া ইউনিয়নের হোগলা গ্রামের ট্রলিচালক মো. জাকির হোসেনের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইয়ামিন বগা ইউনিয়নের দ্বীনিয়া হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী ছিল। মাদরাসা ছুটির পরে বাবার ট্রলিতে উঠে বাড়ি ফিরছিল সে। ট্রলিটি হোগলা ব্রিজের উত্তর পাশের ঢালে নামার সময় শিশু ইয়ামিন গাড়ি থেকে ছিটকে চাকার নিচে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই শিশু ইয়ামিনের মৃত্যু হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিচুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আব্দুস সালাম আরিফ/এমআরআর/জিকেএস