শিক্ষা

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কালো ব্যাজ ধারণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার পদ মর্যাদার দাবিতে কালো ব্যাজ ধারণ করেছেন। প্রধানমন্ত্রী কর্তৃক শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড মর্যাদা ঘোষণার আজ (বুধবার) দুই বছর পূর্তি হলেও দাবি পূরণ না হওয়ায় শিক্ষকরা কালো ব্যাজ ধারণ করে ক্লাস করছেন। এছাড়া ১০ম গ্রেডে অন্তর্ভুক্তসহ পাঁচ দফা দাবিতে আগামী ২৩ মার্চ থেকে আবারো আন্দোলনের ঘোষণা দিয়েছেন।বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির যুগ্ম আহ্বায়ক ও মুখপাত্র এস এম ছায়িদ উল্লা জানান, দুই বছর আগে প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড মর্যাদা দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে গেজেট প্রকাশিত হলেও তা বাস্তবায়ন হয়নি। এ কারণে আজ (বুধবার) ঘোষণার দুই বছর পূর্তিতে দাবি আদায়ে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কার্যদিবসে প্রধান শিক্ষকরা কালো ব্যাচ ধারণ করেছেন। তিনি আরো জানান, প্রধান শিক্ষকদের সেলফ ড্রয়িং কর্মকর্তা হিসেবে ক্ষমতা প্রদানসহ অর্থমন্ত্রণালয় হতে করেসপন্ডিং স্কেলে বেতন নির্ধারণের নির্দেশনা প্রদান, প্রধান শিক্ষক থেকে ওপরের পদসমূহে শতভাগ বিভাগীয় পদোন্নতির বিধান চালু, প্রধান শিক্ষক পদে নতুন নিয়োগ ও পদোন্নতি পিএসসি’র আওতাভুক্ত রাখা, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল ২২ মার্চের মধ্যে সরকার এসব দাবি মেনে না নিলে ২৩ মার্চ জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সকাল ১০টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।এর আগে ২০১৫ সালের ৫ অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান দাবি পূরণের আশ্বাসে দিলে কর্মসূচি প্রত্যাহার করে নেন প্রধান শিক্ষকরা।এনএম/আরএস/এমএস