মালয়েশিয়ায় ম্যাসাজ পার্লারগুলোতে অভিযান চালিয়ে এক বাংলাদেশিসহ ১২ জনকে গ্রেফতার করেছে মালয় পুলিশ। মঙ্গলবার জহর বারু ও গেলাং পাতাহ শহরে ওই অভিযান পরিচালনা করা হয়। স্টেট ইমিগ্রেশন বিভাগের উপ-সহকারী পরিচালক এ. আরিভানাথান এ খবর নিশ্চিত করেছেন। অন্য এক অভিযানে ছয় অবৈধ অভিবাসন প্রত্যাশীকে আটক করা হয়েছে।এ আরিভানাথান বলেন, হাতেনাতে গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন থাইল্যান্ডের, পাঁচজন ভিয়েতনামের এবং তিনজন ইন্দোনেশিয়ার নারী রয়েছেন। এদের প্রত্যেকের বয়স ২১ থেকে ৪৮ বছরের মধ্যে। এছাড়া একজন বাংলাদেশি পুরুষ ক্লায়েন্টকেও গ্রেফতার করা হয়েছে। তার মালয়েশিয়ায় অবস্থানের বৈধ কোনও কাগজপত্র নেই। পুলিশ সূত্রে জানা গেছে, এ ম্যাসাজ পার্লারগুলোতে ১৮০ মালয়েশিয়ান রিংগিত থেকে শুরু করে বিভিন্ন দামের প্যাকেজ ছিল। এ ছাড়া অন্য এক অভিযানে ছয় অবৈধ অভিবাসন প্রত্যাশীকে আটক করে মালয়েশিয়ার মেরিন পুলিশের সদস্যরা। সোমবার তারা দেশটিতে প্রবেশের চেষ্টা করছিলেন। দক্ষিণাঞ্চলীয় মেরিন পুলিশের সহকারী কমান্ডার পল খিয়ু খোন চিয়াং বলেন, ওই ইন্দোনেশিয়ানরা পাশ্ববর্তী একটি জঙ্গলে লুকিয়ে ছিলেন। পরে তাদেরকে গ্রেফতার করা হয়। এই অবৈধ অভিবাসীদের একটি নৌকায় দেখতে পায় মেরিন পুলিশ। পরে পুলিশের তাড়া খেয়ে তারা উপকূলবর্তী জঙ্গলে লুকিয়ে পড়ে। বিকেল সোয়া ৪টার দিকে জঙ্গল থেকে ৩৩ বছরের এক নারীকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত পৌনে ১০টা নাগাদ পাঁচ পুরুষকে গ্রেফতার করা সম্ভব হয়। তাদের বহনকারী নৌকাটি জব্দ করেছে মালয় পুলিশ।জেএইচ/এবিএস