সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীতে দুই নৌকার মধ্যে চাপা পড়ে শেখ সুজন মিয়া (২৩) নামের এক নৌশ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (১৩ মে) বিকেলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর লাউড়েরগড় খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন মিয়া জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়ন শাহপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সুজন মিয়া ইঞ্জিনচালিত ৩০০ ফুট দৈর্ঘ্যের বালুভর্তি নৌকা নিয়ে মিয়ারচর ফেরিঘাটের দিকে রওয়ানা দেন। পথে লাউড়েরগড় ফেরিঘাটের উত্তর দিকে যাদুকাটা নদীর মাঝ বরাবর নৌকা ডুবন্ত দেখা যায়। ডুবন্ত নৌকার সঙ্গে যাতে তাদের নৌকার ধাক্কা না লাগে সেজন্য সুজন পানিতে নেমে তাদের নৌকার গতি থামানোর চেষ্টা করেন। কিন্তু গতি থামাতে ব্যর্থ হন তিনি।
এসময় ডুবন্ত ও তাদের চলতি নৌকার মধ্যে চাপা পড়ে মারাত্মকভাবে আহত হন সুজন মিয়া। পরে নৌকায় থাকা সুজনের ভাই নাহিদসহ অন্যরা তাকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যাদুকাটা নদীতে নৌদুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
লিপসন আহমেদ/এসআর/জিকেএস