টাঙ্গাইলের সখীপুরে তিন মাদকসেবীকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন। কারাদণ্ড প্রাপ্তরা হলেন- উপজেলার কচুয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে শুকুর আলী (৪৫), কালিয়া ঘোনারচালা গ্রামের হামেদ আলীর ছেলে আমিনুর (২৮) ও মুজিব কলেজ মোড় এলাকার ফজর আলীর ছেলে সুরুজ (২০)।সখীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাকছুদুল আলম বলেন, বুধবার দুপুরে পৌরসভার সাবেদের চালা এলাকা থেকে তিন মাদকসেবীকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এসএস/আরআইপি