রাজবাড়ী জেলা কারাগারে আব্দুল লতিফ (৫২) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার (১৪ মে) সকাল ৭টার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আব্দুল লতিফ শহরের বিনোদপুর এলাকায় মৃত আনসার আলীর ছেলে।
রাজবাড়ীর জেল সুপার আব্দুর রহিম জানান, অর্থঋণ আদালতে একটি মামলায় ২২ মার্চ থেকে তিনি কারাগারে ছিলেন। কারাগারে আসার পর থেকে তিনি অসুস্থ থাকায় কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে অবস্থার অবনতি হলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তিনি মারা যান।
রুবেলুর রহমান/আরএইচ/এএসএম