দেশজুড়ে

সিরাজগঞ্জ কারাগারে আসামির মৃত্যু

সিরাজগঞ্জ জেলা কারাগারে নূরুল ইসলাম (৫৫) নামের এক আসামির মৃত্যু হয়েছে। তিনি ধর্ষণ মামলার আসামি এবং দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।

রোববার (১৪ মে) বিকেলে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নূরুল ইসলাম কাজীপুর উপজেলার তাঁরাকান্দি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

সিরাজগঞ্জ জেলা কারাগারের জেলার মোহাম্মদ ইউনুস জামান জাগো নিউজকে বলেন, গত ১৫ অক্টোবর ধর্ষণ মামলায় তিনি আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। আদালত জামিন নাকচ করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। এরপর থেকেই তিনি কারাগারে ছিলেন। তবে দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন তিনি। সকালে গুরুতর অবস্থায় জেলা সদর হাসপাতালে নেয়া হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফরিদুল ইসলাম বলেন, ওই আসামি হৃদরোগে আক্রান্ত ছিলেন।

এম এ মালেক/এএইচ/এএসএম