অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে রোববার সন্ধ্যা ৬টায় বাংলাদেশের উপকূল অতিক্রম মিয়ানমারে প্রবেশ করেছে। ঘূর্ণিঝড়টি বর্তমানে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত হবে।
রোববার (১৪ মে) রাতে আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান এ তথ্য জানান।
তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখা এখন স্থলভাগে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের উপকূলীয় অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন>> উপকূল অতিক্রম করেছে মোখা, সংকেত নামলো ৩ নম্বরে
মহা বিপৎসংকেতের বিষয়ে আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান বলেন, কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহা বিপৎসংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৮ নম্বর মহাবিপৎসংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া মোংলা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
টিটি/ইএ/এএসএম