প্রায় ৫১ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। সোমবার (১৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর মো. আফতাব হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে শনিবার সকাল থেকে ৬টা থেকে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। লঞ্চ চলাচল বন্ধ থাকায় এ রুটে বিকল্প মাধ্যম হিসেবে এ সময় ফেরি ব্যবহার করেছে যাত্রীরা।
আরও পড়ুন: ৬০ ঘণ্টা পর চাঁদপুর নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক
বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর মো. আফতাব হোসেন জানান, শনিবার সকাল ৬টা থেকে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। আবার মন্ত্রণালয়ের নির্দেশে সকাল সাড়ে ৯টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে।
রুবেলুর রহমান/আরএইচ/জেআইএম