দিনাজপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করায় চারটি কোচিংকে সেন্টারকে জরিমানা করা হয়েছে। সোমবার (১৫ মে) দুপুর ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাথী দাস এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে চারটি কোচিং সেন্টারে জড়িত ৭ জন পরিচালককে বিভিন্ন ধারায় মোট ২ লাখ ৬১ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে এসএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার আদেশ দেওয়া হয়।
এ সময় রাফসান ম্যাথ অ্যান্ড ফিজিক্স কোচিং সেন্টারকে ১ হাজার টাকা, সবুজ প্রাইভেট কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা, আমিরুল ম্যাথ কেয়ার কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা ও জয় প্রাইভেটকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম, কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
এমদাদুল হক মিলন/এফএ/এমএস