নওগাঁর পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে অব্যবস্থাপনা ও সাংবাদিকদের অসম্মানের ঘটনায় প্রতিকার চেয়ে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) বিকেলে রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহর হাতে স্মারকলিপি তুলে দেন সাংবাদিক নেতারা। বিভাগীয় কমিশনার স্মারকলিপি নিয়ে উদ্ভূত পরিস্থিতি নিরসনে সাংবাদিক নেতাদের আশ্বস্ত করেন।
স্মারকলিপি দেওয়ার সময় নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন এবং নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। দ্রুত সমস্যা নিরসন করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।
৮ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে পতিসরে দেবেন্দ্র মঞ্চে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। প্রথম দিন প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজ্জামেল হক। সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।
অনুষ্ঠানের সংবাদ সংগ্রহে সেখানে জেলা, উপজেলা ও জেলার বাইরের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের বসার ব্যবস্থাও করা হয়েছিল। তবে তা ছিল প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বাধ্য হয়ে গণমাধ্যমকর্মীরা মঞ্চের এক পাশে লাল গালিচায় বসে পড়েন। আবার কেউ গাছের গোঁড়ায় এবং বিভিন্ন স্থানে দাঁড়িয়ে অনুষ্ঠান সংবাদ সংগ্রহ করেন গণমাধ্যমকর্মীরা। অথচ দর্শকসহ অতিথিদের জন্য কয়েকশ চেয়ারের ব্যবস্থা ছিল।
তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ নিয়ে সাংবাদিকসহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা ও ক্ষোভ তৈরি হয়। ঘটনার পর সংগঠনের পক্ষ থেকে নওগাঁ জেলা প্রশাসনের সব ধরনের অনুষ্ঠান ও সংবাদ অনির্দিষ্টকালের জন্য বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আব্বাস আলী/এসজে/এমএস