নোয়াখালীর চাটখিলে সড়কে রেখে বালু ব্যবসার অভিযোগে মো. মিজান নামের এক যুবককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ মে) দুপুরে উপজেলার নোয়াখলা ইউনিয়নের শ্রীনগর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জাগো নিউজকে বলেন, বারবার সতর্ক করার পরও সড়কে বালু রেখে জনগণের চালাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এ অভিযান চালানো হয়। ভবিষ্যতের জন্য আবারও সতর্ক করে ওই যুবককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এসআর/জিকেএস