দেশজুড়ে

বিকল্প ইঞ্জিনে ছেড়ে গেলো ট্রেন, যোগাযোগ স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ইঞ্জিন বিকল হওয়ার তিন ঘণ্টা পর বিকল্প ইঞ্জিনে তিতাস কমিউটার ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

বৃহস্পতিবার (১৮ মে) বিকেল ৫টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন থেকে বিকল্প ইঞ্জিন এনে যুক্ত করলে ট্রেনটি ছেড়ে যায়। ফলে রেলওয়ের পূর্বাঞ্চলের আপ-ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এরআগে দুপুর পৌনে ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর রেলওয়ে স্টেশনের আউটারে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ইঞ্জিন বিকল, ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ 

তালশহর রেলওয়ে স্টেশনের মাস্টার এস এম নাজমুল হাসান জাগো নিউজকে বলেন, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে তিতাস কমিউটার ট্রেনটি দুপুর সাড়ে ১২টার দিকে ছাড়ার কথা থাকলেও এক ঘণ্টা করে। তালশহর স্টেশনের আউটারে এসে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়।

স্টেশন মাস্টার আরও বলেন, খবর পেয়ে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটিতে যুক্ত করা হয়। বিকেল ৫টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেন। এতে করে আপ-ডাউন লাইনে আবার ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/এসজে/জিকেএস