দেশজুড়ে

কিশোরগঞ্জে একটি কেন্দ্রে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা

কিশোরগঞ্জের কটিয়াদীতে ভুল প্রশ্নপত্রে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে বিপাকে পড়েছে পরীক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ মে) কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্র সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে ওই কেন্দ্রে চলমান এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ফ্রুট অ্যান্ড ভেজিটেবল কালটিভেশন-১ (৯৪২৩) বিষয়ে পরীক্ষা ছিল। কিন্তু বোর্ডের যে প্রশ্নপত্র পরীক্ষার্থীদের সরবরাহ করা হয় তাতে বিষয় শিরোনাম সঠিক থাকলেও প্রশ্ন করা হয় ফ্রুট অ্যান্ড ভেজিটেবল কালটিভেশন-২ (৯৪২৪) এর বই থেকে। প্রশ্ন পেয়ে হইচই শুরু করে দেয় পরীক্ষার্থীরা।

সংশ্লিষ্ট বিষয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ছয়জন। রুটিন অনুযায়ী ফ্রুট অ্যান্ড ভেজিটেবল কালটিভেশন-২ (৯৪২৪) পরীক্ষাটি রোববার (২১ মে) অনুষ্ঠিত হবে।

ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়ার বিষয়টি নিশ্চিত করে কেন্দ্র সচিব এ কে এম ফজলুল হক বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খানজাদা শাহরিয়ার বিন মান্নান বলেন, পরীক্ষা নিয়ন্ত্রককে বিষয়টি জানানো হয়েছে। সংশ্লিষ্ট বোর্ড এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এসকে রাসেল/এসআর/জিকেএস